[email protected] বৃহঃস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
১৩ ভাদ্র ১৪৩২

প্রকৌশল শিক্ষার্থীদের দাবি যাচাইয়ে ৪ উপদেষ্টার নেতৃত্বে কমিটি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ আগষ্ট ২০২৫ ৩:৪৪ পিএম

সংগৃহীত ছবি

আন্দোলনরত প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তিন দফা দাবি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের চারজন উপদেষ্টাকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানকে সভাপতি করে এই কমিটি গঠিত হয়। অন্য তিন উপদেষ্টা হলেন—সৈয়দা রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খান ও অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। এছাড়া কমিটিতে প্রকৌশলীদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদের অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রকৌশল পেশায় বিএসসি ও ডিপ্লোমাধারীদের পেশাগত দাবিসমূহের যৌক্তিকতা পরীক্ষা-নিরীক্ষা করে সুপারিশসহ একটি প্রতিবেদন প্রস্তুত করবে কমিটি। আগামী এক মাসের মধ্যে প্রতিবেদনটি সরকারের কাছে জমা দিতে হবে। প্রয়োজনে কমিটি নতুন সদস্যও অন্তর্ভুক্ত করতে পারবে। জনপ্রশাসন মন্ত্রণালয় কমিটিকে সাচিবিক সহায়তা দেয়

তিন দফা দাবিতে মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল থেকে রাজধানীর শাহবাগ মোড়ে টানা পাঁচ ঘণ্টা অবরোধ করেন বুয়েটসহ দেশের বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
দাবি পূরণে সুস্পষ্ট আশ্বাস না পাওয়ায় বুধবার (২৭ আগস্ট) তারা সারাদেশের প্রকৌশলীদের নিয়ে “লং মার্চ টু ঢাকা” কর্মসূচি শুরু করেছেন। বর্তমানে আন্দোলনরত শিক্ষার্থীরা আবারও শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর