[email protected] বৃহঃস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
১৩ ভাদ্র ১৪৩২

নির্বাচনের রোডম্যাপ অনুমোদন দিল ইসি, প্রকাশ যে কোনো সময়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ আগষ্ট ২০২৫ ৩:৩৫ পিএম

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপের খসড়া অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (২৭ আগস্ট) কমিশনের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। ইসির পক্ষ থেকে জানানো হয়েছে, শিগগিরই রোডম্যাপটি প্রকাশ করা হবে।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাউসদ গণমাধ্যমকে বলেন, “কমিশন রোডম্যাপ অনুমোদন দিয়েছে। দুই-একদিনের মধ্যেই এটি প্রকাশ করা হবে।”

আসন্ন নির্বাচনের আগে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে দাবি-আপত্তির শুনানি চলছে ইসিতে। বুধবার সকাল ১০টা থেকে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ফরিদপুর ও সিলেট অঞ্চলের আসনগুলো নিয়ে শুনানি অনুষ্ঠিত হচ্ছে। এর আগে মঙ্গলবার (২৬ আগস্ট) ঢাকা অঞ্চলের দাবি-আপত্তি নিয়ে শুনানি হয়।

গত ৩০ জুলাই ইসি ৩০০ আসনের খসড়া সীমানা প্রকাশ করে। সেখানে ভোটার সংখ্যার ভারসাম্য আনতে গাজীপুরে একটি আসন বাড়িয়ে ৬টি করা হয় এবং বাগেরহাটে একটি কমিয়ে ৪ থেকে ৩টি করা হয়। এরপর ১০ আগস্ট পর্যন্ত ৮৩টি আসন নিয়ে ১ হাজার ৭৬০টি দাবি-আপত্তি জমা পড়ে। ২৪ আগস্ট থেকে শুরু হওয়া শুনানি বুধবার শেষ হচ্ছে। শুনানি শেষে আবেদন নিষ্পত্তি করে ৩০০ আসনের চূড়ান্ত সীমানা গেজেট আকারে প্রকাশ করবে ইসি।

গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এরপর ৮ আগস্ট অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। তখন থেকেই আলোচনায় আসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস একাধিক ভাষণে জানিয়েছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে সরকারের। এজন্য অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি পাঠানো হয়, যেখানে রমজান শুরুর আগেই ফেব্রুয়ারিতে ভোট আয়োজনের নির্দেশনা দেওয়া হয়।

কবে ঘোষণা হবে ভোটের তারিখ, নির্বাচনী রোডম্যাপ ও তফসিল?
এ প্রসঙ্গে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, “নির্বাচনের সময়সীমা ইতোমধ্যে নির্ধারণ করা হয়েছে। খুব শিগগিরই আমাদের অ্যাকশন প্ল্যান ঘোষণা করা হবে।”

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর