[email protected] বৃহঃস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
১৩ ভাদ্র ১৪৩২

জঙ্গিসহ ৭০০ আসামি এখনো পলাতক : কারা মহাপরিদর্শক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ আগষ্ট ২০২৫ ৪:৩৯ পিএম

সংগৃহীত ছবি

দেশের বিভিন্ন মামলায় জঙ্গিসহ প্রায় ৭০০ আসামি এখনো পলাতক রয়েছেন বলে জানিয়েছেন কারা অধিদপ্তরের মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।

মঙ্গলবার (২৬ আগস্ট) এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, লুট হওয়া ২৮টি অস্ত্র উদ্ধারে কাজ চলছে এবং এ জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে কারা অধিদপ্তর কঠোর অবস্থান নিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

কারা মহাপরিদর্শক আরও জানান, ধারণক্ষমতার তুলনায় বন্দি সংখ্যা বেশি হওয়ায় ইতোমধ্যে দুইটি কেন্দ্রীয় কারাগার ও চারটি জেলা কারাগার চালু করা হয়েছে।

বন্দিদের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নারায়ণগঞ্জে কেন্দ্রীয় কারা হাসপাতাল নির্মাণের উদ্যোগও নেওয়া হয়েছে।

এ সময় তিনি বলেন, “কারাগারে সহায়ক পরিবেশ ফিরিয়ে আনার প্রচেষ্টা চলছে। এমনকি অনেক বন্দি সরাসরি আমাকে ফোন করেও বিভিন্ন বিষয় জানিয়ে থাকেন। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর