দেশের বিভিন্ন মামলায় জঙ্গিসহ প্রায় ৭০০ আসামি এখনো পলাতক রয়েছেন বলে জানিয়েছেন কারা অধিদপ্তরের মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।
মঙ্গলবার (২৬ আগস্ট) এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, লুট হওয়া ২৮টি অস্ত্র উদ্ধারে কাজ চলছে এবং এ জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে কারা অধিদপ্তর কঠোর অবস্থান নিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
কারা মহাপরিদর্শক আরও জানান, ধারণক্ষমতার তুলনায় বন্দি সংখ্যা বেশি হওয়ায় ইতোমধ্যে দুইটি কেন্দ্রীয় কারাগার ও চারটি জেলা কারাগার চালু করা হয়েছে।
বন্দিদের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নারায়ণগঞ্জে কেন্দ্রীয় কারা হাসপাতাল নির্মাণের উদ্যোগও নেওয়া হয়েছে।
এ সময় তিনি বলেন, “কারাগারে সহায়ক পরিবেশ ফিরিয়ে আনার প্রচেষ্টা চলছে। এমনকি অনেক বন্দি সরাসরি আমাকে ফোন করেও বিভিন্ন বিষয় জানিয়ে থাকেন।
এসআর
মন্তব্য করুন: