[email protected] মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫
২৩ পৌষ ১৪৩১

মানুষের আস্থা ফিরে না আসা পর্যন্ত এ সরকার থাকা দরকার- হাসনাত আব্দুল্লাহ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৪ ৪:৩৪ এএম
আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৪ ৪:৩৬ এএম

যত দিন রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর প্রতি মানুষের আস্থা ফিরে না আসবে, তত দিন পর্যন্ত এই অন্তর্বর্তী সরকারকে আমরা দেখতে চাই। এই পরিবর্তন যখন আসবে, এই পরিবর্তনটি ধরে রাখার জন্য নির্বাচন দিয়ে তখন নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দেওয়া হোক।’

রবিবার চট্টগ্রামের লালদীঘি ময়দানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময়সভায় এসব কথা বলেন ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।

আরেক কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম গতকাল মুন্সীগঞ্জে সরকারি হরগঙ্গা কলেজ মাঠে ছাত্র ও নাগরিক মতবিনিময়সভায় বক্তব্য দেন।

তিনি বলেন, ‘সবাই একসঙ্গে মাঠে নামলে শুধু শেখ হাসিনার সরকার নয়, পৃথিবীর যেকোনো স্বৈরাচারী সরকারের পতন ঘটানো সম্ভব। ফ্যাসিস্ট সরকারের দোসররা কখনো চাইবে না ছাত্র-জনতা এভাবে ঐক্যবদ্ধ থাকুক।’

এখনো কর্মস্থলে যোগ না দেওয়া পুলিশ সদস্যদের উদ্দেশে চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘ছাত্র-পুলিশ ভাই-ভাই। সব পুলিশ কিন্তু বেনজীর, ডিবি হারুন না

বেনজীর দেশে থাকতে পারেনি। ডিবি হারুনও ভালো নেই। সুতরাং  আপনারা জনমুখী না হয়ে যদি ক্ষমতামুখী হন, তাহলে আপনাদের অবস্থাও তাদের মতো হবে।

তাই আপনারা আবার কাজে ফিরে আসুন, রাষ্ট্র পুনর্গঠনের কাজে আমরা আপনাদের সহযোগী হিসেবে সব সময় মাঠে

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর