[email protected] বৃহঃস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
১৩ ভাদ্র ১৪৩২

৬ জেলায় নতুন ডিসি নিয়োগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ আগষ্ট ২০২৫ ৩:৪২ পিএম

সংগৃহীত ছবি

ছয় জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার (২৫ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে—

  • পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী → পটুয়াখালীর জেলা প্রশাসক।
  • আবু হাসনাত মোহাম্মদ আরেফীন → কুষ্টিয়ার জেলা প্রশাসক।
  • মেহেরপুরের ডিসি মিজু সিফাত মেহনাজ → কুড়িগ্রামের জেলা প্রশাসক।
  • স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ড. মোহাম্মদ আবদুল ছালাম → মেহেরপুরের জেলা প্রশাসক।
  • ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের উপসচিব মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান → নেত্রকোনার জেলা প্রশাসক।
  • কুষ্টিয়ার ডিসি মো. তৌফিকুর রহমান → খুলনার জেলা প্রশাসক।

সম্প্রতি ডিসি নিয়োগে জটিলতা তৈরি হয়েছিল বিভিন্ন পর্যায়ের একাধিক প্রস্তাব ও তালিকা ঘিরে। অবশেষে সেই জট খুলে নতুন নিয়োগ দিল জনপ্রশাসন মন্ত্রণালয়।

আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে মাঠ প্রশাসনকে শক্তিশালী করতে নতুন ডিসিদের এ নিয়োগ দেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর