ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
তাদের মধ্যে রয়েছেন মোহাম্মদপুর থানার বিতর্কিত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান।
রোববার (২৪ আগস্ট) ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে বদলির এ তথ্য জানানো হয়।
আদেশ অনুযায়ী—
আদেশে বলা হয়েছে, বদলিগুলো অবিলম্বে কার্যকর হবে।
উল্লেখ্য, মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখারের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। বিশেষ করে ১০ লাখ টাকার মাদক মামলা গায়েব হওয়ার ঘটনায় স্থানীয়রা থানার সামনে কয়েক দফা মানববন্ধন করেন। পরে ওসির সমর্থনে জেনেভা ক্যাম্পের মাদক কারবারি ও কিশোর গ্যাং সদস্যদের দিয়ে মানববন্ধন করানোর অভিযোগও ওঠে। এ ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমসহ স্থানীয় মহলে ব্যাপক সমালোচনা হয়।
এসআর
মন্তব্য করুন: