[email protected] বৃহঃস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
১৩ ভাদ্র ১৪৩২

বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে একটি চুক্তি ও চার সমঝোতা স্মারক সই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ আগষ্ট ২০২৫ ১:৫৩ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক শেষে একটি চুক্তি এবং চারটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

রোববার (২৪ আগস্ট) রাজধানীর একটি হোটেলে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের নেতৃত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে দুজনের মধ্যে একান্ত আলোচনা হয়, পরে প্রতিনিধি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা বিলোপ চুক্তি সই করে দুই দেশ। পাশাপাশি চারটি সমঝোতা স্মারক সই হয়, যেগুলো হলো—

  • দুই দেশের মধ্যে বাণিজ্যবিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন
  • সংস্কৃতি বিনিময় কর্মসূচি
  • বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমি ও পাকিস্তানের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা
  • বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (BIISS) ও ইসলামাবাদ পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (IPRI) মধ্যে সহযোগিতা

এর আগে শনিবার (২৩ আগস্ট) দুই দিনের সফরে ঢাকায় পৌঁছান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর