ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আরিফুজ্জামানকে আটক করেছে।
জানা গেছে, আরিফুজ্জামান ময়মনসিংহের মুক্তাগাছায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন-২ এ সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে কর্মরত ছিলেন। তবে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আওয়ামী লীগ ঘনিষ্ঠ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ধরপাকড় শুরু হয়। সেই আতঙ্কেই তিনি সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নেন বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় সূত্র জানায়, তিনি উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের হাকিমপুরের তেঁতুলিয়ায় এক আত্মীয়ের বাড়িতে লুকিয়ে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে শনিবার (২৩ আগস্ট) বিকেলে বিএসএফের বিশেষ গোয়েন্দা শাখা তাকে আটক করে। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর রাতে তাকে স্বরূপনগর থানার কাছে হস্তান্তর করা হয়।
এদিকে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এরই মধ্যে অনুপস্থিত থাকার অভিযোগে গত ১৭ আগস্ট তাকে সাময়িক বরখাস্ত করেছে। তার গ্রেপ্তারের খবরে সীমান্ত এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের জুন মাসে একই জেলার জগদ্দল থেকে বাংলাদেশি পুলিশ সুপার হাসান আরাফাত আবিদসহ আরও দুজন আওয়ামী লীগ নেতাকে আটক করেছিল বিএসএফ। তবে বৈধ কাগজপত্র দেখাতে সক্ষম হওয়ায় পরবর্তীতে তাদের ছেড়ে দেওয়া হয়।
এসআর
মন্তব্য করুন: