একাত্তরের মুক্তিযুদ্ধ চলাকালীন গণহত্যার দায় স্বীকার করে ক্ষমা চাওয়াসহ অমীমাংসিত বিষয়গুলো দুবার সমাধান হয়েছে বলে দাবি করেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
রোববার (২৪ আগস্ট) দুপুরে রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
অমীমাংসিত বিষয় নিয়ে প্রশ্ন করা হলে ইসহাক দার বলেন, “১৯৭৪ সালে প্রথমবারের মতো ১৯৭১ সালের ইস্যুর নিষ্পত্তি হয়েছিল। সে সময়ের দলিল উভয় দেশের জন্যই ঐতিহাসিক। এরপর ২০০২ সালে তৎকালীন প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফ বাংলাদেশ সফরে এসে প্রকাশ্যে ও খোলাখুলিভাবে বিষয়টির সমাধান করেছেন। অর্থাৎ, এই ইস্যু দুইবারই নিষ্পত্তি হয়েছে।”
উল্লেখ্য, মুক্তিযুদ্ধের সময় সংঘটিত নৃশংসতা ও গণহত্যার দায় স্বীকার করে পাকিস্তানের আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনার বিষয়টি এখনও বাংলাদেশে আলোচিত অমীমাংসিত ইস্যুগুলোর একটি।
এসআর
মন্তব্য করুন: