পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার তিন দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন।
শনিবার (২৩ আগস্ট) দুপুরে বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।
সরকারি সূত্র জানিয়েছে, এবারের সফরে কয়েকটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক সই হবে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—
পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে আরও আলোচিত হবে—
এছাড়া বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের সঙ্গে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাতের কথাও জানা গেছে।
এর আগে ২০১২ সালে হিনা রব্বানি খার ছিলেন সর্বশেষ পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী যিনি বাংলাদেশ সফর করেছিলেন। তিনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডি-৮ শীর্ষ সম্মেলনের আমন্ত্রণ জানাতে ঢাকায় এসেছিলেন।
গণঅভ্যুত্থানের পর গত বছরের আগস্টে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি ও ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে পাকিস্তান-বাংলাদেশ সম্পর্কের দৃশ্যমান উন্নতি হয়েছে। দুই দেশের মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক পর্যায়ে বেশ কিছু অগ্রগতি ঘটেছে।
বাংলাদেশ ইতোমধ্যে পাকিস্তানি পণ্যের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে এবং সমুদ্রপথে সরাসরি বাণিজ্যও শুরু হয়েছে। ফলে এবারের সফরকে দুই দেশের সম্পর্কের উন্নয়নে আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে।
এসআর
মন্তব্য করুন: