রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরও এক শিক্ষার্থী মারা গেছেন। তার নাম তাসনিয়া।
শনিবার (২৩ আগস্ট) সকাল ৮টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার।
তিনি জানান, ২১ জুলাইয়ের দুর্ঘটনার পর তাসনিয়াকে ভর্তি করা হয়েছিল বার্ন ইনস্টিটিউটে। তার শরীরের প্রায় ৩৭ শতাংশ দগ্ধ ছিল। দীর্ঘ চিকিৎসার পরও অবস্থার অবনতি হলে আজ সকালে আইসিইউর ৬ নম্বর বেডে তার মৃত্যু হয়।
ডা. সুলতান আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত বার্ন ইনস্টিটিউটে মারা গেছেন ২০ জন। চিকিৎসাধীন আছেন ২৩ জন এবং ১৪ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
নিহত তাসনিয়া মাইলস্টোন স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি ফরিদপুর জেলার মধুখালী উপজেলায়।
উল্লেখ্য, গত ২১ জুলাই ঢাকার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের স্থায়ী ক্যাম্পাসে প্রশিক্ষণরত একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। ভয়াবহ সেই দুর্ঘটনায় ঘটনাস্থলেই বহু শিক্ষার্থী হতাহত হন। এখন পর্যন্ত ৩৭ জনের মৃত্যু হয়েছে, যাদের অধিকাংশই শিশু শিক্ষার্থী। আহতদের মধ্যে অনেকের অবস্থাই এখনও শঙ্কামুক্ত নয়।
এসআর
মন্তব্য করুন: