[email protected] বৃহঃস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
১৩ ভাদ্র ১৪৩২

নিখোঁজের পর মেঘনা নদীতে মিলল সাংবাদিক বিভুরঞ্জনের মরদেহ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ আগষ্ট ২০২৫ ৭:৩৪ পিএম

সংগৃহীত ছবি

নিখোঁজ থাকার একদিন পর মেঘনা নদী থেকে উদ্ধার হলো জ্যেষ্ঠ সাংবাদিক ও কলামিস্ট বিভুরঞ্জন সরকারের (৭১) মরদেহ।

বর্তমানে তার মরদেহ মুন্সীগঞ্জ সদর হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

নারায়ণগঞ্জের কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) সালেহ আহমেদ পাঠান জানান, শুক্রবার (২২ আগস্ট) সকালে কলাগাছিয়া এলাকায় নদীতে ভাসমান অবস্থায় ষাটোর্ধ্ব এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। পরে ছবির সঙ্গে মিলিয়ে দেখা যায়, সেটি রমনা থানায় নিখোঁজ হওয়া সাংবাদিক বিভুরঞ্জন সরকারের। এ বিষয়ে রমনা থানাকে অবহিত করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম বলেন, “আমরা প্রায় নিশ্চিত হয়েছি এটি বিভুরঞ্জন সরকারের মরদেহ। পরিবারের সদস্যরা শনাক্ত করলে পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।”

এর আগে বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে সাংবাদিক বিভুরঞ্জন সরকারের নিখোঁজের ঘটনায় তার ছেলে ঋত সরকার রাজধানীর রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডিতে তিনি উল্লেখ করেন, তার বাবা অফিসে যাননি এবং সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান মেলেনি।

বিভুরঞ্জন সরকার দৈনিক আজকের পত্রিকা-এর জ্যেষ্ঠ সহকারী সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, তিনি গত ১৬ আগস্ট থেকে সাত দিনের ছুটিতে ছিলেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর