[email protected] বৃহঃস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
১৩ ভাদ্র ১৪৩২

ফেব্রুয়ারিতে নির্বাচন, এরপর কোনো পদে থাকব না: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ আগষ্ট ২০২৫ ৮:১৯ পিএম

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের ইউটাহভিত্তিক সংবাদমাধ্যম ডেসারাট নিউজে একটি নিবন্ধ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এতে তিনি বাংলাদেশের গণঅভ্যুত্থান, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ, বিভিন্ন সংস্কার ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত তুলে ধরেছেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) প্রকাশিত ওই নিবন্ধে ড. ইউনূস জানান, আগামী বছরের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

আর নির্বাচন শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি রাষ্ট্রের সব দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন। নির্বাচনের পর গঠিত সরকারের কোনো পদেই তিনি থাকবেন না বলে স্পষ্ট করেছেন।

নিবন্ধে তিনি লেখেন, “আমি পরিষ্কার করে বলেছি—জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে হবে। এর পর যে সরকার আসবে, সেখানে নির্বাচিত বা নিযুক্ত কোনো পদে আমি থাকব না।”

প্রধান উপদেষ্টা আরও বলেন, “আমাদের প্রধান লক্ষ্য একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করা।

যেখানে রাজনৈতিক দলগুলো তাদের কর্মসূচি ভোটারদের সামনে তুলে ধরতে পারবে। আমাদের মিশন হলো—প্রতিটি বৈধ ভোটার যেন ভোট দিতে পারেন, প্রবাসীরা-ও যেন অংশ নিতে পারেন। কাজটি কঠিন হলেও আমরা তা সম্পন্ন করতে দৃঢ়প্রতিজ্ঞ।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর