ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে চার নির্বাচন কমিশনার ও সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে বৈঠক শুরু হয়। তবে ব্যস্ততার কারণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এতে অংশ নেননি। অন্যদিকে ইসি সচিব বর্তমানে সরকারি সফরে জাপানে রয়েছেন।
নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের বলেন,
“কর্মপরিকল্পনা নিয়ে আমরা বৈঠক শুরু করেছি। তবে আলোচ্যসূচি অনেক বড় হওয়ায় আজকের মধ্যে সব বিষয় চূড়ান্ত করা নাও হতে পারে। সেক্ষেত্রে আগামী রোববার বা সোমবার (২৫ আগস্ট) পর্যন্ত আলোচনা চলতে পারে।”
তিনি আরও জানান, বৈঠক শেষে সার্বিক অগ্রগতি প্রধান নির্বাচন কমিশনারকে অবহিত করা হবে। পরবর্তীতে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
এর আগে প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন, আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে রোজার আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে আনুষ্ঠানিক চিঠিও নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে।
এসআর
মন্তব্য করুন: