[email protected] বৃহঃস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
১৩ ভাদ্র ১৪৩২

পাসপোর্ট ছাড়াই প্রবাসীদের ভোটার হওয়ার সুযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ আগষ্ট ২০২৫ ৪:৪৮ পিএম

সংগৃহীত ছবি

এখন থেকে পাসপোর্ট ছাড়াই প্রবাসীরা ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারবেন।

 বুধবার (২০ আগস্ট) নির্বাচন কমিশনের (ইসি) এনআইডি অনুবিভাগের পরিচালক খান আবি শাহানুর খানের সই করা সংশোধিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এসওপি অনুযায়ী, পাসপোর্ট না থাকলে সংশ্লিষ্ট দেশে অবস্থানরত এনআইডিধারী তিনজন প্রবাসীর প্রত্যয়নপত্র জমা দিলেই ভোটার হওয়া সম্ভব হবে। তবে এ জন্য কিছু নথি জমা দিতে হবে।

  • অনলাইনে পূরণ করা আবেদন ফরম-২(ক)
  • জন্মনিবন্ধন সনদের অনলাইন ভেরিফায়েড কপি
  • রঙিন পাসপোর্ট সাইজ ছবি (১ কপি)
  • বাংলাদেশি পাসপোর্ট (মেয়াদোত্তীর্ণ হলেও চলবে)/বিদেশি পাসপোর্টের কপি
  • তিনজন প্রবাসী এনআইডিধারীর প্রত্যয়নপত্র
  • মা-বাবার এনআইডি/জন্ম/মৃত্যু/নাগরিকত্ব বা ওয়ারিশ সনদ
  • শিক্ষা সনদ (এসএসসি, জেএসসি, পিইসি ইত্যাদি)
  • ড্রাইভিং লাইসেন্স, টিআইএন সনদ (যদি থাকে)
  • নিকাহনামা ও স্বামী/স্ত্রীর এনআইডি (প্রযোজ্য ক্ষেত্রে)
  • নাগরিকত্ব সনদ (স্থানীয় কর্তৃপক্ষ প্রদত্ত)
  • ইউটিলিটি বিল বা হোল্ডিং ট্যাক্স রসিদ (প্রযোজ্য ক্ষেত্রে)

এসওপিতে আরও বলা হয়েছে, প্রয়োজনীয় নথি সরাসরি নিবন্ধন কেন্দ্রে জমা দেওয়া যাবে অথবা আবেদনকারীর পক্ষে দেশে অবস্থানরত প্রতিনিধি স্থানীয় নির্বাচন অফিসারের কাছে তা জমা দিতে পারবেন।

বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও কানাডাসহ ৯টি দেশের ১৬টি স্টেশনে দূতাবাসের মাধ্যমে প্রবাসীদের ভোটার করার কার্যক্রম চলছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর