এখন থেকে পাসপোর্ট ছাড়াই প্রবাসীরা ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারবেন।
বুধবার (২০ আগস্ট) নির্বাচন কমিশনের (ইসি) এনআইডি অনুবিভাগের পরিচালক খান আবি শাহানুর খানের সই করা সংশোধিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এসওপি অনুযায়ী, পাসপোর্ট না থাকলে সংশ্লিষ্ট দেশে অবস্থানরত এনআইডিধারী তিনজন প্রবাসীর প্রত্যয়নপত্র জমা দিলেই ভোটার হওয়া সম্ভব হবে। তবে এ জন্য কিছু নথি জমা দিতে হবে।
এসওপিতে আরও বলা হয়েছে, প্রয়োজনীয় নথি সরাসরি নিবন্ধন কেন্দ্রে জমা দেওয়া যাবে অথবা আবেদনকারীর পক্ষে দেশে অবস্থানরত প্রতিনিধি স্থানীয় নির্বাচন অফিসারের কাছে তা জমা দিতে পারবেন।
বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও কানাডাসহ ৯টি দেশের ১৬টি স্টেশনে দূতাবাসের মাধ্যমে প্রবাসীদের ভোটার করার কার্যক্রম চলছে।
এসআর
মন্তব্য করুন: