[email protected] বুধবার, ২০ আগস্ট ২০২৫
৫ ভাদ্র ১৪৩২

সুস্থ প্রজন্ম গড়তে সমন্বিত উদ্যোগ জরুরি : প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ আগষ্ট ২০২৫ ১:২৭ পিএম

সংগৃহীত ছবি

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, যতই চ্যালেঞ্জ থাকুক না কেন, সুস্থ ও সবল প্রজন্ম গড়ে তুলতেই হবে।

বুধবার (২০ আগস্ট) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে আন্তঃমন্ত্রণালয় সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত ‘যৌথ ঘোষণাপত্র’ স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, জাতীয় উন্নয়ন ও অগ্রগতির জন্য দক্ষ ও কর্মক্ষম মানবসম্পদ অপরিহার্য। যদি এ খাতে সঠিক ব্যবস্থা নেওয়া না যায়, তবে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সামগ্রিক উন্নয়নও বাধাগ্রস্ত হবে।

তিনি উল্লেখ করেন, বিশ্বের প্রায় সব দেশেই অসংক্রামক রোগ দ্রুত বাড়ছে। বাংলাদেশের ঘনবসতিপূর্ণ ভৌগোলিক বাস্তবতায় এ সমস্যা আরও জটিল হয়ে উঠেছে। ফলে বিষয়টি শুধু স্বাস্থ্য খাতেই সীমাবদ্ধ নয়; বরং অর্থনীতি, সামাজিক সুরক্ষা ও টেকসই উন্নয়নের সঙ্গেও সরাসরি সম্পর্কিত।

ড. ইউনূস বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বাংলাদেশে মোট মৃত্যুর ৭১ শতাংশের পেছনে অসংক্রামক রোগ দায়ী। এর মধ্যে অর্ধেকের বেশি মৃত্যু ৭০ বছরের নিচে ঘটছে, যা অকালমৃত্যু। একইসঙ্গে ব্যক্তিগত চিকিৎসা ব্যয়ের হার ৬৯ শতাংশ, যার বড় অংশ অসংক্রামক রোগ মোকাবিলায় ব্যয় হয়।

তিনি সতর্ক করে বলেন, এসব রোগে আক্রান্ত হলে পরিবারগুলোকে বিপুল খরচ বহন করতে হয়।

বিশেষ করে ক্যান্সারের মতো রোগ হলে প্রায়ই পরিবার আর্থিকভাবে ভেঙে পড়ে এবং অনেক সময় বিদেশে ব্যয়বহুল চিকিৎসার জন্য প্রচুর অর্থ দেশ থেকে বাইরে চলে যায়।

প্রধান উপদেষ্টা আরও বলেন, অসংক্রামক রোগ প্রতিরোধে চিকিৎসা ব্যবস্থার পাশাপাশি জনসচেতনতা তৈরি ও কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলা জরুরি।

শুধু স্বাস্থ্য বিভাগ নয়, খাদ্য, কৃষি, শিক্ষা, ক্রীড়া, স্থানীয় সরকার, গণপূর্তসহ সব মন্ত্রণালয়ের সমন্বিত পদক্ষেপ নিতে হবে। এজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর করণীয় ইতোমধ্যে নির্ধারণ করা হয়েছে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর