[email protected] বুধবার, ২০ আগস্ট ২০২৫
৫ ভাদ্র ১৪৩২

সচিবালয়ের সামনে জুলাই শহীদ পরিবার ও আহতদের অবস্থান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ আগষ্ট ২০২৫ ২:২৬ পিএম

জুলাই বিপ্লব

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন জুলাই শহীদ পরিবার ও আহতরা।

মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা সোয়া ১১টার দিকে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ শুরু করেন।

পরে দুপুর সাড়ে ১২টায় একটি মিছিল নিয়ে সচিবালয়ের ২ নম্বর ফটকের সামনে অবস্থান নেন। এতে সচিবালয়ের সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

অবস্থান কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, অর্থের বিনিময়ে জুলাই গণহত্যার আসামিরা জামিন পাচ্ছেন। তারা আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগের পাশাপাশি সংশ্লিষ্ট বিচারকদের অপসারণ দাবি করেন।

কর্মসূচিতে অংশ নেওয়া পরিবার ও আহতরা নানা স্লোগান দেন— “পদত্যাগ চাই, আসিফ নজরুলের পদত্যাগ চাই”, “আমার ভাই কবরে, খুনি কেন বাইরে”, “আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না”

শহীদ শেখ শাহরিয়ারের বাবা আবদুল মতিন বলেন, “এক বছর ধরে আমরা বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরছি। আইন মন্ত্রণালয়ের কাছে গিয়েও শুধু আশ্বাস পেয়েছি।


আহত আমিনুল ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমরা আবার রাস্তায় নামলে এর পরিণতি ভালো হবে না। কাউকে ভয় পাই না।”
শহীদ হাসান আলভীর বাবা আবুল হাসান বলেন, “হাজারো শহীদের রক্তের বিনিময়ে এই সরকার ক্ষমতায় এসেছে। অথচ এক বছর পরেও বিচার না পেয়ে আমাদের রাস্তায় নামতে হচ্ছে।”

অবস্থান কর্মসূচি চলাকালে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তির ঘটনাও ঘটে। পরিবারগুলো অভিযোগ করেছে, পুলিশ লাঠি ও গালাগালি করেছে।

তবে পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলম বলেন, “তাদের দাবি যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে। আর পুলিশের আঘাতের অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর