[email protected] বৃহঃস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
১৩ ভাদ্র ১৪৩২

বদলে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার নাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ আগষ্ট ২০২৫ ১২:৫৮ এএম

সংগৃহীত ছবি

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-এর নাম পরিবর্তন করা হচ্ছে।

আগামী বছর থেকে মেলাটি পরিচিত হবে ‘ঢাকা বাণিজ্য মেলা (ডিটিএফ)’ নামে। বহুল ব্যবহৃত ‘আন্তর্জাতিক’ শব্দটি নাম থেকে বাদ দেওয়া হচ্ছে।

সোমবার (১৮ আগস্ট) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) কার্যালয়ে অনুষ্ঠিত সংস্থাটির ১৪৮তম পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় জানানো হয়, ১৯৯৫ সাল থেকে আন্তর্জাতিক ক্রেতা-বিক্রেতাদের অংশগ্রহণের লক্ষ্যেই এ মেলার যাত্রা শুরু হয়েছিল। তবে সাম্প্রতিক বছরগুলোতে অনেক বিদেশি প্রতিষ্ঠান সরাসরি অংশগ্রহণ না করে স্থানীয় এজেন্ট বা ব্যক্তির মাধ্যমে যুক্ত হচ্ছে।

এতে পণ্যের মান যাচাই সম্ভব হচ্ছে না এবং ক্রেতারা প্রতারিত হওয়ার ঝুঁকিতে পড়ছেন। পাশাপাশি মেলার আন্তর্জাতিক ভাবমূর্তিও ক্ষুণ্ণ হচ্ছে। এসব কারণে মেলার নাম থেকে ‘আন্তর্জাতিক’ শব্দটি বাদ দেওয়া হয়েছে।

তবে নাম বদলালেও তুরস্ক, ভারত, পাকিস্তানসহ বিদেশি প্রতিষ্ঠানগুলো পূর্বের মতোই অংশ নিতে পারবে।

একই সভায় ইপিবির ২০২৫-২৬ অর্থবছরের মেলা ক্যালেন্ডার এবং ২০২৬-২৭ অর্থবছরের আংশিক ক্যালেন্ডার অনুমোদন করা হয়।

এছাড়া, বৈশ্বিক বাজার সম্প্রসারণের লক্ষ্যে ইপিবি আগামী নভেম্বরে ‘সোর্সিং বাংলাদেশ ২০২৫’ শীর্ষক একটি আন্তর্জাতিক সোর্সিং ফেয়ার আয়োজনেরও অনুমোদন দিয়েছে।

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, “সোর্সিং মেলা আয়োজন না করলে আন্তর্জাতিক অঙ্গনে দেশি পণ্যের পরিচিতি বাড়বে না। এজন্য বিদেশি দূতাবাসগুলোর মাধ্যমে প্রচারণা জোরদার করতে হবে।”

তবে নাম পরিবর্তন নিয়ে পরিচালনা পর্ষদের কয়েকজন সদস্য আপত্তি তুললেও ইপিবি চেয়ারম্যান ও বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন সিদ্ধান্তে অনড় থাকেন। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর