জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বাবা ও মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর গ্রেপ্তার ইস্যুতে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (১৮ আগস্ট) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন-শৃঙ্খলা বিষয়ক কোর কমিটির বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন,
“আদালত স্বাধীন। এ বিষয়ে আদালতকেই প্রশ্ন করা উচিত। নাসির উদ্দিন সাথীকে যদি অবৈধভাবে গ্রেপ্তার করা হয়ে থাকে, আদালত তাকে ছেড়ে দেবে। বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করছে।”
এ সময় তিনি নির্বাচনের আগে আইন-শৃঙ্খলা বাহিনীতে ব্যাপক নিয়োগের তথ্যও তুলে ধরেন। তার ভাষায়,
“আমরা পুলিশে ১৫ হাজার ৮৫১ জন, বিজিবিতে ৪ হাজার ৪৬৯ জন, আনসারে ৫ হাজার ৫৫১ জন, কারা অধিদপ্তরে ১ হাজার ৫৫৮ জন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে ২০৮ জনকে নিয়োগ দিয়েছি। এসব নিয়োগের মধ্যে নতুন সৃজিত পদ ও বিদ্যমান শূন্যপদ উভয়ই রয়েছে। পুলিশের ক্ষেত্রে সাব-ইন্সপেক্টর থেকে কনস্টেবল এবং আনসার ও বিজিবিতে কনস্টেবল পর্যায়ে নিয়োগ দেওয়া হয়েছে।”
মব জাস্টিস প্রসঙ্গে তিনি বলেন,
“আমরা চাই এ প্রবণতা যতটা সম্ভব কমিয়ে আনা হোক। ঢাকায় কিছুটা কমলেও আশপাশের জেলায় এখনও ঘটছে। রংপুরেই সম্প্রতি একটি ঘটনা ঘটেছে। আমরা এটিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।”
নির্দোষ কেউ যাতে হয়রানির শিকার না হয়, সে বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন,
“দোষী যে-ই হোক, তাকে ছাড় দেওয়া হবে না। আমরা সাধারণত ছোট অপরাধীদের ধরি, কিন্তু বড় অপরাধীরা অনেক সময় পার পেয়ে যায়। এবার বড় একজন ধরা পড়েছে, তাই সবার দৃষ্টি সেদিকে। তবে ছোটখাটো অপরাধী যদি নির্দোষ হয়, সেদিকেও নজর দিতে হবে। আপনারা সবসময় সত্য ঘটনা তুলে ধরেন বলে গণমাধ্যমকে ধন্যবাদ।”
এসআর
মন্তব্য করুন: