[email protected] মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
৩ ভাদ্র ১৪৩২

নির্বাচন ঘিরে আইন-শৃঙ্খলা বাহিনীতে ২৭ হাজারের বেশি নতুন নিয়োগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ আগষ্ট ২০২৫ ৬:৩৮ পিএম

সংগৃহীত ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে ২৭ হাজারের বেশি নতুন সদস্য নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা বিষয়ক কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি জানান, সম্প্রতি পুলিশে ১৫ হাজার ৮৫১ জন সদস্য, বিজিবিতে ৪ হাজার ৪৬৯ জন, আনসারে ৫ হাজার ৫৫১ জন, কারা অধিদপ্তরে ১ হাজার ৫৫৮ জন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে ২০৮ জন নতুন সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। এসব নিয়োগের মধ্যে কিছু সৃজিত পদ এবং কিছু বিদ্যমান শূন্য পদ পূরণ করা হয়েছে। পুলিশের ক্ষেত্রে সাব-ইন্সপেক্টর থেকে কনস্টেবল এবং আনসার ও বিজিবিতে কনস্টেবল পর্যায়ে নিয়োগ দেওয়া হয়েছে।

মব জাস্টিস প্রসঙ্গে তিনি বলেন,
“আমরা চাই, মব জাস্টিস যতটা সম্ভব কমিয়ে আনা হোক। ঢাকায় তুলনামূলকভাবে কমলেও আশপাশের এলাকায় এখনও কিছু ঘটনা ঘটছে। আমরা চেষ্টা করছি এসব প্রবণতা নিয়ন্ত্রণে আনতে।”

নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে কঠোর অবস্থানের কথা জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন,
“আমরা চাই নির্দোষ কেউ যেন কোনোভাবে হয়রানির শিকার না হয়। দোষী যে-ই হোক, সে ছাড় পাবে না। সাধারণত ছোটখাটো অপরাধীদের ধরা হয়, বড় অপরাধীরা অনেক সময় ধরা পড়ে না। তবে এবার বড় একটি অপরাধী চক্র ধরা পড়েছে। জনগণ ও গণমাধ্যমের সহযোগিতা পেলে আমরা আরও কার্যকর পদক্ষেপ নিতে পারব।”

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর