[email protected] শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
১৮ আশ্বিন ১৪৩২

সামুদ্রিক মৎস্য সম্পদে অবারিত সম্ভাবনা: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ আগষ্ট ২০২৫ ২:৪৭ পিএম

সংগৃহীত ছবি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের সামুদ্রিক মৎস্য সম্পদে বিপুল সম্ভাবনা রয়েছে, তবে তা এখনো যথাযথভাবে কাজে লাগানো সম্ভব হয়নি।

এ ক্ষেত্রে অবিলম্বে উদ্যোগী হওয়ার ওপর তিনি জোর দেন।

সোমবার (১৮ আগস্ট) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. ইউনূস বলেন, বঙ্গোপসাগরের মৎস্যসম্পদ টেকসইভাবে ব্যবহারের লক্ষ্যে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে সরকার। সঠিকভাবে মৎস্য আহরণের জন্য জরিপ ও গবেষণা বাড়ানোরও তাগিদ দেন তিনি।

তিনি আরও বলেন, “মাছ আমাদের জন্য প্রকৃতির উপহার। কিন্তু আমরা প্রকৃতির সঙ্গে যথেষ্ট সদয় নই। অবৈধ জাল ব্যবহার, নদী-খালে বর্জ্য ফেলা এবং নিষিদ্ধ কীটনাশকের প্রয়োগের কারণে সম্পদ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এর সঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাব যুক্ত হয়ে মৎস্য উৎপাদনে বড় চ্যালেঞ্জ তৈরি করছে।”

রপ্তানি বৃদ্ধির পাশাপাশি অভ্যন্তরীণ চাহিদা পূরণের দিকেও গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এসব চ্যালেঞ্জ মোকাবিলায় টেকসই ও সমন্বিত উদ্যোগ নেওয়া জরুরি। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর