[email protected] বৃহঃস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
১৩ ভাদ্র ১৪৩২

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বাবা নাসির উদ্দীন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ আগষ্ট ২০২৫ ৮:২৭ পিএম

সংগৃহীত ছবি

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও আন্দোলনকারীদের হত্যার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়েছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বাবা মো. নাসির উদ্দীন সাথী।

রোববার (১৭ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর গুলশান এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

ডিবি সূত্র জানায়, ডিবি ওয়ারী বিভাগের একটি দল বিশেষ অভিযান চালিয়ে নাসির উদ্দীন সাথীকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ী থানায় একটি নিয়মিত মামলা রয়েছে। মামলাটি গত বছরের ৩০ আগস্ট দায়ের করা হয়, যা বর্তমানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত করছে।

গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সোমবার (১৮ আগস্ট) আদালতে হাজির করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর