রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে আটক রিকশাচালক মো. আজিজুর রহমানকে ঘিরে নানা আলোচনার মধ্যে ব্যাখ্যা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
রোববার (১৭ আগস্ট) এক বিবৃতিতে বিষয়টি স্পষ্ট করা হয়।
বিবৃতিতে জানানো হয়েছে, কী কারণে ও কোন প্রমাণের ভিত্তিতে আজিজুর রহমানকে একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছ থেকে ব্যাখ্যা তলব করা হয়েছে। পাশাপাশি ওই কর্মকর্তার সাম্প্রতিক কর্মকাণ্ড ও বক্তব্যে কোনো অসঙ্গতি আছে কিনা, তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
এছাড়া, আজিজুর রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত দ্রুত শেষ করে সম্প্রতি সংশোধিত ফৌজদারি কার্যবিধির ১৭৩(এ) ধারা অনুযায়ী আদালতে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, আটক আজিজুর রহমানকে ধানমন্ডি থানার চলতি বছরের এপ্রিল মাসে দায়ের হওয়া একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে ১৬ আগস্ট আদালতে পাঠানো হয়।
তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে আজিজুর রহমানের গ্রেপ্তার নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। বিশেষ করে তাকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে গুজব ছড়ানো হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যমূলক। বাস্তবে এটি দণ্ডবিধির আওতায় দায়ের করা একটি নিয়মিত মামলা।
এসআর
মন্তব্য করুন: