[email protected] সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
২৮ আশ্বিন ১৪৩২

উপদেষ্টা ফারুকী অসুস্থ, এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ আগষ্ট ২০২৫ ১:৪৮ এএম

সংগৃহীত ছবি

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে করে কক্সবাজার থেকে ঢাকায় পাঠানো হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার বিমানবন্দর থেকে তাঁকে ঢাকায় নেওয়া হয়।

কক্সবাজারের সিভিল সার্জন ডা. মোহাম্মদুল হক জানান, খাদ্যে বিষক্রিয়ার কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন বলেন, “সন্ধ্যা থেকে উপদেষ্টা পেটে ব্যথা অনুভব করছিলেন। চিকিৎসকেরা তাঁকে দেখার পর পরিবারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হয়। রাত ১০টা ৪০ মিনিটে তিনি এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার উদ্দেশে রওনা দেন।”

কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন চৌধুরী জানান, যেহেতু সফরটি সরকারি ছিল, তাই তাঁকে যথাযথ প্রটোকল দেওয়া হয়েছে।

ফারুকী কক্সবাজার শহরের পাঁচ তারকা হোটেল ওশান প্যারাডাইসে অবস্থান করছিলেন। সেখান থেকে তাঁকে বিমানবাহিনীর এয়ার অ্যাম্বুলেন্সে করে কক্সবাজার বিমানবন্দরে আনা হয়।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, চার দিনের সরকারি সফরে শুক্রবার বিকেলে কক্সবাজারে পৌঁছান উপদেষ্টা ফারুকী। শনিবার বিকাল পর্যন্ত তিনি একাধিক কর্মসূচিতে অংশ নেন। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর