বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, “এই দেশ সবার।
সবার সমান অধিকার রয়েছে এ দেশের ওপর। আপনারা নিশ্চিন্তে বসবাস করবেন, আমরা সব সময় আপনাদের পাশে আছি।”
শনিবার (১৬ আগস্ট) বিকেলে রাজধানীর পলাশী মোড়ে জন্মাষ্টমীর কেন্দ্রীয় উৎসব ও মিছিলে সম্মানিত অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. মঈন খানও উপস্থিত ছিলেন।
জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, “শত শত বছর ধরে হিন্দু-মুসলমান, বৌদ্ধ-খ্রিস্টান, পাহাড়ি-বাঙালি সবাই সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছে। আজকের দিনে আমাদের অঙ্গীকার হবে সেই সৌহার্দ্য ও শান্তিপূর্ণ পরিবেশ সবসময় বজায় রাখা।”
তিনি সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে বলেন, “আপনারা নিশ্চিন্তে ধর্মীয় উৎসব পালন করবেন, আমরা আনন্দে আপনাদের সঙ্গে থাকব। প্রয়োজনীয় সহযোগিতা সবসময় দেওয়া হবে।”
নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেন, জন্মাষ্টমী কেবল ধর্মীয় উৎসব নয়; বরং শান্তি, সম্প্রীতি ও মানবতার এক উদাত্ত বার্তা। শ্রীকৃষ্ণের জীবনাদর্শ সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকতে, অসহায় মানুষের পাশে দাঁড়াতে এবং সমাজে সহনশীলতা প্রতিষ্ঠায় অনুপ্রাণিত করে।
বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বলেন, অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে দাঁড়াতে হবে। সত্য, সহমর্মিতা ও ভালোবাসার ভিত্তিতে সম্প্রীতিময় সমাজ গড়ে তুলতে হবে।
পুরান ঢাকায় বেড়ে ওঠার স্মৃতিচারণ করে তিনি জানান, ছোটবেলা থেকেই হিন্দু-খ্রিস্টান বন্ধুদের সঙ্গে মিলেমিশে বড় হয়েছেন, যেখানে ধর্ম নিয়ে কখনো ভেদাভেদ ছিল না। তিনি বলেন, “শান্তি ও উন্নতির জন্য জাতীয় ঐক্য অপরিহার্য।
জন্মাষ্টমীর এ কেন্দ্রীয় উৎসব ও মিছিলে আয়োজন করে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, মহানগর সর্বজনীন পূজা কমিটি ও শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির।
এসআর
মন্তব্য করুন: