আসন্ন হজ কার্যক্রমে অংশগ্রহণকারী হজযাত্রীদের প্রাক-নিবন্ধন ও নিবন্ধন ফি জমা নেওয়ার অনুমতি পেয়েছে দেশের ৩৩টি ব্যাংক।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তালিকা জানানো হয়েছে।
গত ১৩ আগস্ট মন্ত্রণালয়ের হজ-২ শাখা থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে উপসচিব মো. রফিকুল ইসলাম স্বাক্ষর করেন।
সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, আইসিবি ইসলামিক ব্যাংক, পূবালী ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক, এনসিসি ব্যাংক, এনআরবি ব্যাংক, ওয়ান ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, দি সিটি ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, প্রাইম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, ব্যাংক এশিয়া, মার্কেন্টাইল ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, যমুনা ব্যাংক, সাউথ বাংলা এগ্রিকালচারাল অ্যান্ড কমার্স ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক এবং শাহাজালাল ইসলামী ব্যাংক।
ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে—
মন্ত্রণালয় বলছে, এসব নিয়ম মানা হলে হজযাত্রীদের অর্থ নিরাপদ থাকবে এবং কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।
এসআর
মন্তব্য করুন: