[email protected] বৃহঃস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
১৩ ভাদ্র ১৪৩২

রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের খসড়া পাঠাল ঐকমত্য কমিশন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ আগষ্ট ২০২৫ ৮:২৭ পিএম

সংগৃহীত ছবি

রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই জাতীয় সনদের খসড়া পাঠিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন।

খসড়ায় সনদের পটভূমি, রাজনৈতিক ঐকমত্যে উপনীত ৮৪টি বিষয় এবং বাস্তবায়নের জন্য আটটি অঙ্গীকার অন্তর্ভুক্ত রয়েছে। শনিবার (১৬ আগস্ট) এই খসড়া পাঠানো হয়।

খসড়ায় উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত ঐতিহাসিক ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশে একটি গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র পুনর্গঠনের ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হয়েছে। এই প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত জাতীয় ঐকমত্য কমিশন এবং বিভিন্ন রাজনৈতিক দল ও জোটসমূহ আলোচনা করে রাষ্ট্রের সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন, পুলিশ প্রশাসন ও দুর্নীতি দমন সংক্রান্ত ৮৪টি বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে।

অঙ্গীকারনামার মূল বিষয়গুলো

‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর বাস্তবায়ন বিষয়ে অঙ্গীকারনামায় বলা হয়েছে—

১. গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে অর্জিত সাফল্যের ধারাবাহিকতায় ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা হবে।
২. জনগণের অভিপ্রায় সর্বোচ্চ আইন হিসেবে প্রতিষ্ঠা পাবে এবং সংবিধানে সনদের সকল বিধান অন্তর্ভুক্ত করা হবে।
৩. সনদের ব্যাখ্যা সম্পর্কিত যেকোনো প্রশ্নের চূড়ান্ত এখতিয়ার থাকবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের হাতে।
৪. সনদের বৈধতা বা কর্তৃত্ব কোনো আদালতে প্রশ্ন করা যাবে না।
৫. সংবিধান, বিচার ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, পুলিশ প্রশাসন ও দুর্নীতি দমন ব্যবস্থার সংস্কারের জন্য প্রয়োজনীয় আইন সংশোধন ও নতুন আইন প্রণয়ন করা হবে।
৬. ২০২৪ সালের গণঅভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্য সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়া হবে।
৭. গণঅভ্যুত্থানকালে নিহতদের বিচার, শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা, শহীদ পরিবারকে সহায়তা এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করা হবে।
৮. যে সুপারিশগুলো অবিলম্বে কার্যকর করা সম্ভব, সেগুলো আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই বাস্তবায়ন করা হবে।

ঐকমত্য কমিশন জানিয়েছে, এই সনদ বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ ও রাষ্ট্রীয় পুনর্গঠনের ভিত্তি হিসেবে কাজ করবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর