[email protected] বৃহঃস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
১৩ ভাদ্র ১৪৩২

প্রকল্প বাস্তবায়নে ব্যয় নিয়ন্ত্রণে জোর দিতে হবে : জ্বালানি উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ আগষ্ট ২০২৫ ৪:৫৩ পিএম

সংগৃহীত ছবি

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান বলেছেন, প্রকল্প বাস্তবায়নে অকারণ ব্যয় ও বিলম্ব কমাতে হবে।

 নইলে দেশের সীমিত সম্পদের সঠিক ব্যবহার সম্ভব হবে না।

শনিবার (১৬ আগস্ট) ঢাকা-চট্টগ্রাম পাইপলাইন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ফাওজুল কবির খান বলেন, “বাংলাদেশে প্রকল্প বাস্তবায়নের ব্যয় তুলনামূলকভাবে অনেক বেশি। বিশেষ করে সড়ক নির্মাণে আমাদের খরচ দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর চেয়ে কয়েকগুণ বেশি। আবার সময়মতো প্রকল্প শেষ না হওয়ায় ব্যয় আরও বেড়ে যায়। কোনো কোনো প্রকল্প ১৭-১৮ বছর ধরে ঝুলে থাকে—যা দেশ আর বহন করতে পারবে না।”

তিনি আরও বলেন, দেশের প্রাকৃতিক সম্পদ সীমিত। আগে গ্যাসের প্রাচুর্য থাকলেও সেটিও ধীরে ধীরে কমে আসছে। এর সঙ্গে দুর্নীতি ও অপচয় যুক্ত হওয়ায় সম্পদের সঠিক ব্যবহার ব্যাহত হচ্ছে। তাই ভবিষ্যতের প্রকল্পগুলো অবশ্যই ব্যয় সাশ্রয়ী ও সময়মতো বাস্তবায়ন করতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান আমিন উল আহসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের প্রধান মেজর জেনারেল মু. হাসান-উজ-জামান এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে প্রকল্পের সার্বিক তথ্য তুলে ধরেন প্রকল্প পরিচালক কর্নেল সুলতান মাহমুদ খান।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর