[email protected] মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
৪ ভাদ্র ১৪৩২

ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ আগষ্ট ২০২৫ ১২:২৩ পিএম

সংগৃহীত ছবি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশ নির্বাচনের জন্য প্রস্তুত।

মালয়েশিয়া সফরকালে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। গতকাল (শুক্রবার, ১৫ আগস্ট) সাক্ষাৎকারটি প্রকাশিত হয়।

ড. ইউনূস জানান, তার প্রধান দায়িত্ব হলো সংস্কারের লক্ষ্য নিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের কার্যক্রম এগিয়ে নেওয়া। গত এক বছরে সরকার গুরুত্বপূর্ণ অনেক অগ্রগতি অর্জন করেছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, নির্বাচনী সংস্কার বিষয়ে ঐকমত্য কমিশনের চূড়ান্ত প্রতিবেদন চলতি মাসের শেষের দিকে প্রকাশ পাবে। তার মতে, বাংলাদেশ এখন সঠিক পথে এগোচ্ছে।

এ ছাড়া শ্রমবাজার ও হালাল পণ্য নিয়ে সাক্ষাৎকারে আলোকপাত করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, বাংলাদেশে হালাল পণ্য উৎপাদন খাতে বিনিয়োগের সুযোগ রয়েছে এবং এ ক্ষেত্রে মালয়েশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগ নেওয়া যেতে পারে।

বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার ক্ষেত্রে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে মালয়েশিয়া সরকারের প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে বিদ্যমান সমস্যাগুলোর সমাধান হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর