[email protected] বৃহঃস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
১৩ ভাদ্র ১৪৩২

শুভ জন্মাষ্টমী আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ আগষ্ট ২০২৫ ১:৫৪ এএম

সংগৃহীত ছবি

সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী আজ (শনিবার)।

দিনটি উদযাপন উপলক্ষে দেশের হিন্দু সম্প্রদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দের মধ্য দিয়ে নানা আয়োজন করেছে।

শুক্রবার (১৫ আগস্ট) রাজধানীর শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সর্বজনীন পূজা কমিটির আয়োজনে এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থানের মাধ্যমে বৈষম্যহীন রাষ্ট্র গঠনের প্রত্যয় ঘোষণা করা হলেও বাস্তবে সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষ করে হিন্দুরা, অস্তিত্ব সংকটে পড়েছে। সাম্প্রদায়িক হামলার তীব্রতা কিছুটা কমলেও নীরব চাঁদাবাজি ও হিন্দু শিক্ষকদের পদত্যাগে বাধ্য করার মতো ঘটনা উদ্বেগজনক।

সভায় সভাপতিত্ব করেন পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর এবং লিখিত বক্তব্য পাঠ করেন মহানগর পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব।

এছাড়া উপস্থিত ছিলেন উপদেষ্টা কাজল দেবনাথ, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সহসভাপতি মণিন্দ্র কুমার নাথ, বাবুল দেবনাথ, শ্যামল কুমার রায় ও যুগ্ম সম্পাদক শুভাশীষ কুমার বিশ্বাস (সাধন) প্রমুখ।

দুই দিনের অনুষ্ঠানসূচি
আজ শনিবার সকাল ৮টায় ঢাকেশ্বরী মেলাঙ্গনে শ্রীশ্রী গীতাযজ্ঞ, বিকেল ৩টায় ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিল এবং রাতে শ্রীকৃষ্ণ পূজা অনুষ্ঠিত হবে।

মিছিলের উদ্বোধন করবেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ও নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. মঈন খান। দ্বিতীয় দিনের অনুষ্ঠান হবে আগামী মঙ্গলবার। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর