[email protected] মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
৪ ভাদ্র ১৪৩২

নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছে নেই: প্রধান উপদেষ্টা

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৫ আগষ্ট ২০২৫ ৮:১৩ পিএম

সংগৃহীত ছবি

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, সক্রিয় রাজনীতিতে যোগ দেওয়া বা নির্বাচনে অংশ নেওয়ার কোনো ইচ্ছে তাঁর নেই।

সম্প্রতি মালয়েশিয়া সফরে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বার্নামাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

তিনি জানান, দায়িত্ব নেওয়ার পর এক বছরে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

এর মধ্যে অন্যতম হলো ১১টি সংস্কার কমিশনের প্রস্তাবের ভিত্তিতে ‘ঐকমত্য কমিশন’ গঠন। কমিশনটি চলতি মাসের শেষের দিকে নির্বাচনসংক্রান্ত সংস্কার প্রতিবেদন জমা দিতে পারে, যা একটি গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা তৈরিতে সহায়ক হবে।

ড. ইউনূস বলেন, রাজনৈতিক ও স্পর্শকাতর বিষয়ে দলগুলোর মধ্যে সমঝোতা গড়াই ঐকমত্য কমিশনের অন্যতম কাজ। সংসদ এককক্ষ নাকি দ্বিকক্ষ বিশিষ্ট হবে—এ নিয়েও বিতর্ক রয়েছে, যা সমাধানে ঐকমত্য জরুরি।

তিনি আশা প্রকাশ করেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। তাঁর মতে, এবারের নির্বাচন গত তিনটি ‘অগ্রহণযোগ্য’ নির্বাচনের চেয়ে ভিন্ন হবে।

অনেক বছর পর জনগণ সত্যিকারের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবে, বিশেষ করে যেসব ভোটার অতীতে ভোট দিতে পারেননি, তাদের জন্য এটি গুরুত্বপূর্ণ হবে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর