[email protected] বৃহঃস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
১৩ ভাদ্র ১৪৩২

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ আগষ্ট ২০২৫ ১:১৫ পিএম

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

১৯৭৫ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়।

ভোররাতে ধানমন্ডি ৩২ নম্বরের বাসভবনে হামলা চালিয়ে ঘাতকেরা বঙ্গবন্ধুর সঙ্গে তার সহধর্মিণী বেগম ফজিলাতুন নেছা মুজিব, বড় ছেলে শেখ কামাল, দ্বিতীয় ছেলে শেখ জামাল, কনিষ্ঠ সন্তান শিশু শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামালকে নৃশংসভাবে হত্যা করে।

হত্যাকাণ্ডের শিকার হন বঙ্গবন্ধুর অনুজ শেখ নাসের, ভগ্নীপতি আবদুর রব সেরনিয়াবাত, তার ছেলে আরিফ ও সুকান্ত বাবু, মেয়ে বেবি, বঙ্গবন্ধুর ভাগ্নে ও মুক্তিযুদ্ধের সংগঠক শেখ ফজলুল হক মণি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মণি, আবদুল নাঈম খান রিন্টু এবং কর্নেল জামিলসহ পরিবারের মোট ১৬ জন সদস্য ও ঘনিষ্ঠজন।

এ সময় বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় প্রাণে বেঁচে যান।

আওয়ামী লীগ সরকারের আমলে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে পালিত হতো। তবে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে অন্তর্বর্তী সরকার এ দিনের সরকারি ছুটি বাতিল করে।

দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০১০ সালের ২৭ জানুয়ারি আপিলের রায়ের বিরুদ্ধে আসামিদের রিভিউ আবেদন খারিজ হলে মুজিব হত্যার পাঁচ আসামির মৃত্যুদণ্ড কার্যকর হয়।

পরে ২০২০ সালের ১২ এপ্রিল ভারতে পলাতক থাকা আরেক আসামি আবদুল মাজেদের ফাঁসিও কার্যকর করা হয়। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর