প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে মালয়েশিয়া সফরকে অত্যন্ত ফলপ্রসূ ও সফল বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
প্রেস সচিব জানান, ১১ আগস্ট রাতে মালয়েশিয়া পৌঁছে ১৩ আগস্ট রাতে দেশে ফেরেন প্রতিনিধি দল। সফরকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তিন দফা বৈঠক হয়, যার মধ্যে একটি ছিল একান্ত (ওয়ান-টু-ওয়ান) সাক্ষাৎ। আলোচনায় দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার, প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ এবং অর্থনৈতিক সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পায়।
তিনি বলেন, মালয়েশিয়ার শ্রমিকদের মতোই এখন থেকে বাংলাদেশি শ্রমিকরাও সমান সামাজিক সুবিধা পাবেন। এছাড়া অনিয়মিত শ্রমিকদের বৈধকরণ, মাতৃভাষায় অভিযোগ দাখিলের সুযোগ এবং সিকিউরিটি গার্ড ও কেয়ারগিভার খাতে নতুন নিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।
শিক্ষা খাতে সহযোগিতা প্রসঙ্গে শফিকুল আলম জানান, মালয়েশিয়ায় অধ্যয়নরত ১০ হাজারের বেশি বাংলাদেশি শিক্ষার্থীর জন্য ‘গ্রাজুয়েট প্লাস’ কর্মসংস্থানের সুবিধা চাওয়া হয়েছে। পাশাপাশি সেমিকন্ডাক্টর শিল্পে হাইস্কিল চাকরির সুযোগ, বাংলাদেশি সনদ স্বীকৃতি এবং হালাল ব্র্যান্ডিংয়ে মালয়েশিয়ার সহায়তা পাওয়ার বিষয়ে অগ্রগতি আশা করা হচ্ছে।
তিনি আরও জানান, আসিয়ানভুক্ত মালয়েশিয়ার আরসিইপি চুক্তিতে বাংলাদেশের অন্তর্ভুক্তি, হালাল ইকোনমিক জোন গঠন, এবং পেট্রোনাস, প্রোটন, খাজানা ও সানওয়ে গ্রুপসহ শীর্ষ বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক হয়েছে। এসব বৈঠক বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা আরও উন্মুক্ত করবে বলে আশা করা হচ্ছে।
রোহিঙ্গা সংকট নিয়েও প্রতিটি বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান প্রেস সচিব।
এসআর
মন্তব্য করুন: