নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিলে তফসিল ঘোষণার আগেই স্থানীয় সরকার উপদেষ্টার পদ ছাড়বেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ।
তবে তিনি এখনও নির্বাচন করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তে যোগ দেওয়ার বিষয়েও অনিশ্চয়তা প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
গুলশানে সাবেক নারী সংসদ সদস্যের বাসায় গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত নেতা জানে আলম অপুর চাঁদাবাজি মামলায় নিজের সম্পৃক্ততার অভিযোগ নাকচ করে আসিফ মাহমুদ বলেন, “চাঁদাবাজির সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। যা বলা হচ্ছে, তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। অপুর যে স্টেটমেন্ট নেওয়া হয়েছে, সেটি জোর করে নেওয়া হয়েছে বলে শুনেছি।”
তিনি জানান, ওই স্টেটমেন্টে নিজের নাম দেখে তিনি বিস্মিত হয়েছেন। “২০২৪ সালের ৫ আগস্টের পর তার (অপু) সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি। তার স্ত্রী পরিচয়ে একজন বলেছেন, তাকে গুম করে স্টেটমেন্ট আদায় করা হয়েছে। গোয়েন্দা সূত্র থেকেও এমন শোনা যাচ্ছে। ৫ আগস্টের পর এমন ঘটনা মেনে নেওয়া যায় না।”
ওইদিন সকালে গুলশানের ওয়েস্টিন হোটেলে গিয়েছিলেন কি না—এমন প্রশ্নে আসিফ মাহমুদ বলেন, “মনে নেই। তবে হেলমেট পরা কাউকে যে কারও সঙ্গে মেলানো সম্ভব।”
রাজনৈতিক পরিচয় থাকা ব্যক্তিদের সরকারি পদে থাকার বিষয়ে তিনি বলেন, “যাদের রাজনৈতিক পরিচয় আছে, বা ভবিষ্যতে রাজনীতিতে যুক্ত হওয়ার পরিকল্পনা আছে, সবারই সরকার থেকে সরে যাওয়া উচিত।”
সরকারের এক বছরের কর্মসম্পাদন প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, “এখন পর্যন্ত না-পারার পাল্লাটাই ভারী। জনগণ অভ্যুত্থানের সুফল পেয়েছে, তবে সরকারের পক্ষ থেকে তারা কতটা সুফল পেয়েছে, তা বলা কঠিন—এটা জনগণই ভালো বলতে পারবে।”
এসআর
মন্তব্য করুন: