বিনা অনুমতিতে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে উপ-বিভাগীয় প্রকৌশলী (সিভিল) দেবতোষ দেবকে চাকরি থেকে বরখাস্ত করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।
তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো হলো—‘অসদাচরণ’ ও ‘পলায়ন’।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আলমগীর হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভাগীয় মামলার তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় সরকারি কর্ম কমিশনের মতামত গ্রহণ ও রাষ্ট্রপতির অনুমোদনের পর ১২ আগস্ট তারিখের আদেশে মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম বরখাস্তের সিদ্ধান্ত স্বাক্ষর করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেটের গণপূর্ত উপ-বিভাগ–২ এ কর্মরত অবস্থায় দেবতোষ দেব গত বছরের ২৭ ফেব্রুয়ারি কানাডায় থাকা তার অসুস্থ বোনের সঙ্গে দেখা করতে ১৫ দিনের গড় বেতনে অর্জিত ছুটি নিয়ে বিদেশ যান। কিন্তু ছুটি শেষে ১৩ মার্চ থেকে তিনি কর্তৃপক্ষের নির্দেশনা অমান্য করে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকেন এবং কারণ দর্শানো নোটিশেরও কোনো জবাব দেননি।
সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮–এর বিধি ৪ এর উপবিধি ৩ (ঘ) অনুযায়ী তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
এসআর
মন্তব্য করুন: