[email protected] বৃহঃস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
১৩ ভাদ্র ১৪৩২

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ আগষ্ট ২০২৫ ৫:৩৪ পিএম

সংগৃহীত ছবি

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে সংবিধান সংস্কার কমিশনের প্রধান ও জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজের নেতৃত্বে কমিশনের কয়েকজন সদস্যের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৩টার পর গুলশান-২-এ রাষ্ট্রদূতের নিজ বাসভবনে এই বৈঠক শুরু হয়। বিষয়টি সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে।

বৈঠকে যুক্তরাষ্ট্র দূতাবাসের পক্ষ থেকে পলিটিক্যাল কাউন্সেলর এরিক গিলান উপস্থিত ছিলেন। অপরদিকে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে অংশ নেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান ড. আলী রীয়াজ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও কমিশন সদস্য মনির হায়দারসহ আরও কয়েকজন সদস্য।

সূত্র জানিয়েছে, বৈঠকে রাজনৈতিক অন্তর্ভুক্তি ও জাতীয় ঐক্যের বিষয়টি বিশেষ গুরুত্ব পায়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর