[email protected] বৃহঃস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
১৩ ভাদ্র ১৪৩২

জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়ল ১৫ সেপ্টেম্বর পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ আগষ্ট ২০২৫ ১১:০৭ এএম

সংগৃহীত ছবি

জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ এক মাস বাড়িয়ে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে।

সোমবার (১১ আগস্ট) রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

মন্ত্রিপরিষদ সূত্র জানায়, গত ১২ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ৭ সদস্যের এই কমিশন গঠন করা হয়।

কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ছয় মাস সময় দেওয়া হয়েছিল, যা শেষ হওয়ার কথা ছিল ১৫ আগস্ট।

সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবে কমিশনকে ছয়টি সংস্কার কমিশনের সুপারিশ পর্যালোচনা ও গ্রহণের দায়িত্ব দেওয়া হয়েছে।

এ লক্ষ্যে তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করে সংস্কারের বিষয়ে ঐকমত্যে পৌঁছানোর কাজ করছে।

কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, যিনি সংবিধান সংস্কার কমিশনের প্রধানও।

অন্যান্য সদস্যরা হলেন—জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন, নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান বিচারপতি এমদাদুল হক এবং দুদক সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের সাচিবিক সহায়তায় ১৫ ফেব্রুয়ারি থেকে কাজ শুরু করে কমিশন। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর