সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ ‘সাদাপাথর’ এলাকায় ব্যাপক পাথর উত্তোলন ও লুটপাটে ক্ষোভ প্রকাশ করেছেন বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
তিনি বলেছেন, “আগের চার বছর জাফলং-এ পাথর উত্তোলন বন্ধ রাখতে পেরেছিলাম, কিন্তু এখন উপদেষ্টা হয়েও পারলাম না।”
সোমবার (১১ আগস্ট) এক আলোচনা সভায় তিনি বলেন, পাথর উত্তোলনে সর্বদলীয় ঐক্য থাকলেও জাফলং রক্ষায় কোনো ঐক্য নেই। দেশের চাহিদার মাত্র ৬ শতাংশ পাথর স্থানীয়ভাবে উত্তোলন করা হয়, বাকিটা আমদানি করা হয় উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, “৯৪ শতাংশ আমদানি করতে পারলে বাকি ৬ শতাংশ কেন পারলাম না?”
রিজওয়ানা হাসান বলেন, ইকো ট্যুরিজমের মাধ্যমে জাফলং ও সাদাপাথর এলাকা থেকে পাথর উত্তোলনের চেয়ে বেশি আয় সম্ভব, কিন্তু এ নিয়ে কেউ তুলনামূলক বিশ্লেষণ করছে না।
পাথর উত্তোলনকে তিনি ‘শ্রমিক শোষণ’ হিসেবে অভিহিত করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, গত বছরের ৫ আগস্টের পর থেকে প্রতিদিন শতাধিক গাড়ি পাথর বহন করে কোম্পানীগঞ্জ থেকে বের হয়ে যাচ্ছে। তাদের অভিযোগ, পাথর লুটে স্থানীয় এক প্রভাবশালী রাজনৈতিক নেতা জড়িত।
এসআর
মন্তব্য করুন: