২৭ তম বিসিএসে নিয়োগবঞ্চিত ১ হাজার ১৩৭ জনকে দ্রুত নিয়োগের নির্দেশ দিয়েছে আপিল বিভাগ।
সোমবার (১১ আগস্ট) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ১৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়।
এর আগে গত ২০ ফেব্রুয়ারি প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ হাইকোর্টের রায় বহাল রেখে এই নিয়োগের নির্দেশ দেন।
হাইকোর্টের রায় অনুযায়ী, রায় প্রকাশের ৯০ দিনের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালের জানুয়ারিতে ২৭তম বিসিএসের প্রথম মৌখিক পরীক্ষায় ৩,৫৬৭ জন উত্তীর্ণ হলেও তত্ত্বাবধায়ক সরকার ফল বাতিল করে দ্বিতীয় মৌখিক পরীক্ষা নেয়।
এতে ৩,২২৯ জন উত্তীর্ণ হন এবং নিয়োগ পান। এই সিদ্ধান্তের বৈধতা নিয়ে দীর্ঘ আইনি লড়াই চলে, যা শেষে নিয়োগবঞ্চিতদের পক্ষে রায় আসে।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক এবং আবেদনকারীদের পক্ষে ছিলেন ব্যারিস্টার সালাউদ্দিন দোলন ও অ্যাডভোকেট শিশির মনির।
এসআর
মন্তব্য করুন: