পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার সাতজন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজি) করা হয়েছে।
সোমবার (১১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা স্বপদে বহাল থেকে দায়িত্ব পালন করবেন। পদগুলোতে কর্মরত কর্মকর্তা পদোন্নতি, অবসর, অপসারণ বা অন্য কোনো কারণে শূন্য হলে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হবে। সুপারনিউমারারি পদগুলোর মেয়াদ হবে সৃজনের তারিখ থেকে এক বছর। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন
এর আগে, রোববার (১০ আগস্ট) অন্তর্বর্তী সরকার পৃথক প্রজ্ঞাপনে নয়জন পুলিশ পরিদর্শককে (নিরস্ত্র) সরকারি চাকরি থেকে অবসরে পাঠায়। রাষ্ট্রপতির আদেশক্রমে জননিরাপত্তা বিভাগের পুলিশ-২ শাখা থেকে প্রজ্ঞাপনগুলো জারি করেন উপসচিব নাসিমুল গনি।
অবসরে যাওয়া কর্মকর্তারা হলেন
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮ (৫৭ নং আইন)–এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদের অবসর দেওয়া হয়েছে। বিধি অনুসারে তারা অবসর-জনিত সব সুবিধা পাবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এসআর
মন্তব্য করুন: