[email protected] বৃহঃস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
১৩ ভাদ্র ১৪৩২

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ আগষ্ট ২০২৫ ৪:১৩ পিএম

সংগৃহীত ছবি

তিন দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (১১ আগস্ট) দুপুর ২টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি কুয়ালালামপুরের পথে রওনা হন।

সফরকালে প্রতিরক্ষা, জ্বালানি ও হালাল খাদ্যসহ বিভিন্ন খাতে পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট বিনিময় হবে। এর মধ্যে রয়েছে—প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি খাতের অংশীদারিত্ব, বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই) ও মালয়েশিয়ার মেমোসের মধ্যে সমঝোতা, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) ও ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (আইএসআইএস)-এর মধ্যে সমঝোতা এবং এফবিসিসিআই ও মালয়েশিয়ান ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমআইসিসিআই) মধ্যে সমঝোতা চুক্তি।

তিনটি নোট বিনিময়ের বিষয় হলো—হালাল খাদ্য ব্যবস্থাপনা, ফরেন সার্ভিস একাডেমি ও ইনস্টিটিউট অব ডিপ্লোমেসি অ্যান্ড ফরেন রিলেশনসের (আইডিএফআর) মধ্যে সহযোগিতা, এবং উচ্চশিক্ষা খাতে দুই দেশের অংশীদারিত্ব।

এর আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, এই সফরের মূল লক্ষ্য মালয়েশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা।

বিশেষ করে বৈদেশিক কর্মসংস্থানে মালয়েশিয়াকে বাংলাদেশের অন্যতম বড় বাজার হিসেবে ধরে সেখানে কর্মী প্রেরণ বাড়ানো, জ্বালানি, গভীর সমুদ্রের মৎস্য আহরণ এবং বিভিন্ন খাতে মালয়েশিয়ার বহুজাতিক কোম্পানির বিনিয়োগ আকর্ষণের বিষয়ে আলোচনা হবে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর