[email protected] মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
৪ ভাদ্র ১৪৩২

ডিসেম্বরে চট্টগ্রাম বন্দরের ৩ টার্মিনাল বিদেশি অপারেটদের দেয়া হবে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ আগষ্ট ২০২৫ ১:৪৪ এএম

আশিক চৌধুরী

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বরে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি), লালদিয়া ও বে টার্মিনাল বিদেশি অপারেটরের কাছে হস্তান্তর করা হবে।

রোববার (১০ আগস্ট) চট্টগ্রাম বন্দরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য দেন। এর আগে তিনি বন্দরের ৪ নম্বর ফটকে এজেন্ট ডেস্ক এবং সিপিআর ফটকে ভেহিকল ও কনটেইনার ডিজিটাল ডাটা এক্সচেঞ্জ সিস্টেম উদ্বোধন করেন।

চৌধুরী আশিক মাহমুদ বলেন, “আন্তর্জাতিক টেন্ডার প্রক্রিয়া চলছে। আমাদের লক্ষ্য ৩১ ডিসেম্বরের মধ্যেই প্রথম অপারেটরের কাছে টার্মিনালগুলো হস্তান্তর করা। চট্টগ্রাম বন্দরকে গ্লোবাল র‌্যাংকিংয়ের শীর্ষে রাখতে সেরা অপারেটরদের নিয়ে আসা জরুরি।”

তিনি আরও জানান, বর্তমানে বন্দরে বিভিন্ন সংস্কার কার্যক্রম চলমান এবং দুর্নীতি ও হয়রানির অভিযোগ কমাতে পদক্ষেপ নেওয়া হচ্ছে। ২০৩০ সালের মধ্যে বন্দরের সক্ষমতা চার থেকে পাঁচ গুণ বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।

বিদেশি অপারেটরের অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, “আরএসজিটি বাংলাদেশে এসে নানা জটিলতার মুখে পড়েছে, ফলে তাদের অভিজ্ঞতা খুব সুখকর হয়নি।

ডিপি ওয়ার্ল্ড বা এপিএমের মতো বহু দেশে কাজ করার অভিজ্ঞতা তাদের না থাকলেও কয়েকটি দেশে কার্যক্রম রয়েছে। তবে বাংলাদেশ সরকার আগে কখনও আন্তর্জাতিক অপারেটরের সঙ্গে সরাসরি কাজ না করায় কিছু সমস্যা হয়েছে।”

এ সময় চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর