নির্বাচন কমিশনের (ইসি) প্রাথমিক যাচাই-বাছাইয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ ১৬টি রাজনৈতিক দল উত্তীর্ণ হয়েছে।
রবিবার (১০ আগস্ট) ইসির একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হলেও মাঠপর্যায়ে যাচাই-বাছাই শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থাৎ, পরবর্তী ধাপের তদন্ত শেষে এসব দলের নিবন্ধন চূড়ান্তভাবে মঞ্জুর বা বাতিল হতে পারে।
এর আগে নিবন্ধনের জন্য আবেদন করা ১৪৪টি দলের কোনোটি প্রাথমিক পর্যায়ে উত্তীর্ণ হয়নি। এতে ইসি সব দলকেই ১৫ দিনের সময়সীমা দিয়ে ত্রুটি-ঘাটতি পূরণের নির্দেশনা পাঠায়।
গত ১৫ জুলাই ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ জানান, প্রথম ধাপে ৬২টি দলকে চিঠি দেওয়া হয়েছে। পরবর্তী ধাপে বাকি দলগুলোকে চিঠি দেওয়া হয়। এই সময়ের মধ্যে প্রয়োজনীয় সব কাগজপত্র ও শর্ত পূরণের সুযোগ দেওয়া হয়।
নিবন্ধন প্রক্রিয়া অনুযায়ী, কোনো রাজনৈতিক দলকে নিবন্ধন পেতে হলে থাকতে হবে—
প্রাথমিক যাচাই-বাছাইয়ে মূলত এসব শর্ত ও প্রয়োজনীয় কাগজপত্রের সঠিকতা যাচাই করা হয়। নিয়ম-কানুন পূরণে ব্যর্থ হলে আবেদন বাতিল হয়।
ইসি জানিয়েছে, এনসিপিসহ এই ১৬টি দল প্রাথমিক শর্ত পূরণ করায় পরবর্তী ধাপে যাচ্ছে। মাঠপর্যায়ের যাচাই শেষে নিবন্ধন পাওয়া দলগুলোর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
এসআর
মন্তব্য করুন: