সড়ক পরিবহন আইন সংশোধন ও বাণিজ্যিক মোটরযানের ইকোনমিক লাইফ ৩০ বছরসহ আট দফা দাবিতে ঘোষিত ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছে বাংলাদেশ পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ।
আগামী মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ৬টা থেকে শুক্রবার (১৫ আগস্ট) সকাল ৬টা পর্যন্ত ধর্মঘট চলার কথা ছিল। তবে রোববার (১০ আগস্ট) বিদ্যুৎ ভবনের বিজয় হলে সরকারের সঙ্গে বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা আসে। বৈঠকে উত্থাপিত দাবিগুলো নিয়ে আলোচনা হয় এবং সমাধানের জন্য প্রক্রিয়া শুরু করার আশ্বাস দেয় সরকার।
শ্রমিক নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাস বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, “সরকারকে জিম্মি করে কিছু আদায় করা উচিত নয়। আমাদের যুক্তিসঙ্গত দাবিগুলো সরকার আমলে নিয়েছে এবং একাধিক বৈঠকে আলোচনা করেছে। তাই আমরা ধর্মঘট প্রত্যাহার করছি।”
আট দফা দাবির মধ্যে রয়েছে—
আজকের বৈঠকে সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান। উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. শেখ মইনউদ্দিন, সড়ক বিভাগের সিনিয়র সচিব এহছানুল হক, জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলমসহ বাস ও ট্রাক পরিবহনের বিভিন্ন নেতা।
এসআর
মন্তব্য করুন: