ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সম্পূরক খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
খসড়া তালিকা অনুযায়ী, নতুন করে যুক্ত হয়েছে ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জন ভোটার। অন্যদিকে মৃত ও কর্তনকৃত ভোটার হিসেবে বাদ পড়েছে ২১ লাখ ৩২ হাজার ৫৯০ জন।
রোববার (১০ আগস্ট) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, হালনাগাদের পর দেশে মোট ভোটার দাঁড়িয়েছে ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জনে। খসড়া তালিকা নিয়ে দাবি-আপত্তি ২১ আগস্ট পর্যন্ত জমা দেওয়া যাবে, যা নিষ্পত্তির পর ৩১ আগস্ট চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
তিনি জানান, আইন অনুযায়ী চলতি বছরের ২ মার্চ প্রথম তালিকা প্রকাশের সময় ভোটার সংখ্যা ছিল ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। হালনাগাদ প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটার অন্তর্ভুক্ত করা হয় এবং মৃতদের নাম বাদ দেওয়া হয়।
নবীন ভোটারদের বিষয়ে সচিব বলেন, ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তারাও চলতি বছরের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন। নতুন আইনের কারণে তাদের এক বছর অপেক্ষা করতে হবে না।
আখতার আহমেদ আরও জানান, এ বছর ইসি মোট তিনবার ভোটার তালিকা প্রকাশ করবে— ২ মার্চ, ৩১ আগস্ট এবং ৩১ অক্টোবর।
এর আগে সকালে সারা দেশের উপজেলা নির্বাচন অফিসগুলোতে সম্পূরক খসড়া তালিকা প্রকাশ করা হয়। সংশোধনের আবেদন ২৪ আগস্টের মধ্যে নিষ্পত্তি করবে ইসি। সব প্রক্রিয়া শেষে ৩১ আগস্ট চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে।
এসআর
মন্তব্য করুন: