[email protected] বৃহঃস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
১৩ ভাদ্র ১৪৩২

ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন: সিইসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ আগষ্ট ২০২৫ ৭:৩১ পিএম

সংগৃহীত ছবি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন জানিয়েছেন, আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

শনিবার (৯ আগস্ট) বিকেলে রংপুরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

এর আগে সকালে রংপুর আঞ্চলিক কার্যালয়ে জাতীয় নির্বাচন নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় সিইসি বলেন, নির্বাচনী ব্যবস্থায় জনগণের আস্থা পুনঃস্থাপন এখন বড় চ্যালেঞ্জ।

ভোটাররা এই ব্যবস্থার প্রতি আস্থা হারিয়েছে, তাই তাদের আবার ভোটকেন্দ্রে ফিরিয়ে আনা একটি গুরুত্বপূর্ণ কাজ।

তিনি আরও জানান, শিগগিরই নির্বাচনের তফসিল ঘোষণার সম্ভাবনা নেই। তফসিল ঘোষণার দুই মাস আগে ভোটের তারিখ জানিয়ে দেওয়া হবে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর