[email protected] বৃহঃস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
১৩ ভাদ্র ১৪৩২

সরকার গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুন্ন করার জন্য দায়ী নয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ আগষ্ট ২০২৫ ১২:০৯ এএম

সংগৃহীত ছবি

গণমাধ্যমের স্বাধীনতা ও তথ্যপ্রাপ্তি নিয়ে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) যে উদ্বেগ জানিয়েছে, তা গ্রহণ করলেও অন্তর্বর্তী সরকার এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

গণমাধ্যমের স্বাধীনতা ও তথ্যপ্রাপ্তি নিয়ে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) যে উদ্বেগ জানিয়েছে, তা গ্রহণ করলেও অন্তর্বর্তী সরকার এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে

প্রধান উপদেষ্টার প্রেস উইং শুক্রবার (৮ আগস্ট) এক বিবৃতিতে জানায়, গত এক বছরে সরকার মতপ্রকাশের স্বাধীনতা বা গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ন করার কোনো পদক্ষেপ নেয়নি।

বিবৃতিতে বলা হয়, কোনো গণমাধ্যমের সম্পাদকীয় নীতি, কার্যক্রম বা ব্যবসায়িক বিষয়ে সরকার হস্তক্ষেপ করেনি। বরং পূর্ববর্তী সরকার আমলে বন্ধ হয়ে যাওয়া কিছু মাধ্যমের কার্যক্রম পুনরায় শুরুতে সহায়তা করেছে। টেলিভিশন টক শো ও কলামে সরকারের বিরুদ্ধে মিথ্যা বা উসকানিমূলক বক্তব্য দেওয়া হলেও সেন্সর বা লাইসেন্স স্থগিতের মতো ব্যবস্থা নেওয়া হয়নি।

প্রেস উইং জানায়, সাংবাদিকরা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ পাচ্ছেন এবং কোনো সাংবাদিককে সম্পাদকীয় অবস্থানের কারণে সাক্ষাৎকার বা ব্রিফিং থেকে বঞ্চিত করা হয়নি।

সংস্কারকৃত অ্যাক্রেডিটেশন পদ্ধতি নিয়ে নোয়াবের সমালোচনাকে ‘ভুল তথ্য’ আখ্যা দিয়ে প্রেস উইং জানায়, পূর্ববর্তী ব্যবস্থায় রাজনীতিবিদ ও লবিস্টরা সাংবাদিক সেজে সচিবালয়ে প্রবেশের সুযোগ পেতেন। এখন অস্থায়ী পাশ সিস্টেম চালু করে প্রকৃত সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিত করা হয়েছে। আগের নীতিমালার কিছু ধারা সাংবাদিকদের সাংবিধানিক অধিকারের পরিপন্থী ছিল, যা সংশোধন করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, সাংবাদিকদের চাকরিচ্যুতির ঘটনাগুলো সম্পূর্ণ গণমাধ্যম মালিকদের সম্পাদকীয় ও ব্যবসায়িক সিদ্ধান্ত, সরকারের নির্দেশ নয়। নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের বিষয়টি বিবেচনায় রয়েছে।

নোয়াবকে নিজেদের সদস্যদের শ্রম অধিকার লঙ্ঘন, মজুরি বঞ্চনা ও অনিরাপদ কর্মপরিবেশের মতো বিষয়ে নজর দেওয়ার আহ্বান জানিয়ে প্রেস উইং জানায়, “আমরা গণমাধ্যমের স্বাধীনতা, স্বচ্ছতা ও সুরক্ষার পক্ষে অটল এবং এই মৌলিক মূল্যবোধ রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করার আমন্ত্রণ জানাই। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর