আজ বিকাল ৪টায় রাজধানীর ঐতিহ্যবাহী ডেমরা প্রেসক্লাবের উদ্যোগে বিশিষ্ট অনুসন্ধানী সাংবাদিক মরহুম সাইদুর রহমান রিমন ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ আর হানিফের মেঝ বোন মরহুমা মনোয়ারা বেগমের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক আবদুল হাই তুহিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেমরা থানা বিএনপির সভাপতি পদপ্রার্থী এসএম সেলিম রেজা ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী আনিসুজ্জামান আনিছ।
সভায় সভাপতিত্ব করেন ডেমরা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি নজরুল ইসলাম চৌধুরী। উপস্থিত ছিলেন সহ-সভাপতি শামসুল আলম ও ওমর ফারুক, সাধারণ সম্পাদক এ আর হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান পলাশ ও শরীফ আহমেদ, সাংগঠনিক সম্পাদক আজম ইকবাল, অর্থ সম্পাদক মিরাজ হোসেন টিপু, সহ-অর্থ সম্পাদক শাহাদাত হোসেন শাহিন, দপ্তর সম্পাদক মিজানুর রহমান আকন্দ, প্রচার ও প্রচারণা সম্পাদক রাজিব হোসেন রাজু, ক্রীড়া সম্পাদক আজাদ হোসেন, প্রচার সম্পাদক মুশফিকুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক বাবুল হোসেন প্রমুখ।
এসআর
মন্তব্য করুন: