[email protected] বৃহঃস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
১৩ ভাদ্র ১৪৩২

প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ব্যালটের উদ্যোগ, নির্বাচনে এআই নিষিদ্ধ করবে ইসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ আগষ্ট ২০২৫ ১০:০৬ পিএম

সংগৃহীত ছবি

প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটাধিকার প্রয়োগে সুখবর দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার ব্যবস্থা করছে ইসি।

বৃহস্পতিবার (৭ আগস্ট) নির্বাচন কমিশনের এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, প্রার্থী চূড়ান্ত হওয়ার আগেই দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের প্রতীকসহ ব্যালট পেপার বিদেশে অবস্থানরত ভোটারদের কাছে পাঠানো হবে।

তিনি বলেন, “প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালটে ভোট দিতে হলে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। এ বিষয়ে সেপ্টেম্বর মাস থেকে তাদেরকে পর্যায়ক্রমে অবহিত করা হবে।”

এ সময় তিনি আরও জানান, আগামী ডিসেম্বরের প্রথমার্ধে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে এবং ঘোষণার ৬০ দিনের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। ৩১ অক্টোবর পর্যন্ত যারা ভোটার হিসেবে নিবন্ধিত হবেন, তারাও নির্বাচনে ভোট দিতে পারবেন।

এর আগে বৃহস্পতিবার সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহম্মদ ইউনূস বলেন, “একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করাই এখন সরকারের প্রধান দায়িত্ব।”

বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম জানান, “প্রধান উপদেষ্টা বলেছেন— ৫ আগস্ট তার প্রথম অধ্যায় শেষ হয়েছে, এখন দ্বিতীয় অধ্যায় শুরু। এই অধ্যায়ের মূল লক্ষ্য একটি সুষ্ঠু নির্বাচন।”

এর আগে বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নির্বাচন কমিশনকে পাঠানো এক চিঠিতে বলা হয়, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে রমজানের আগেই পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করতে হবে।

চিঠির মাধ্যমে নির্বাচন আয়োজনের বিষয়ে সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে।

ইসি সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।

নির্বাচনী আচরণবিধির খসড়ায় বলা হয়েছে— ভোটারদের বিভ্রান্ত করতে ডিপফেইক ভিডিও, মিথ্যা তথ্য, পক্ষপাতদুষ্ট ও মানহানিকর কনটেন্ট, এডিট করা ভিডিও বা অডিও, বানোয়াট খবর এবং নেতাদের বিকৃত চেহারার প্রচার নিষিদ্ধ থাকবে।

এসব নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা বা সাইবার সুরক্ষা আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাচনী প্রচারণা ও ভোটগ্রহণের দিন ড্রোন, কোয়াডকপ্টারসহ এ জাতীয় যন্ত্র ব্যবহারের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

জানা গেছে, ইসি খসড়া আচরণবিধি তৈরি করেছে রাজনৈতিক দল, সংগঠন এবং বিশিষ্টজনদের মতামতের ভিত্তিতে। গত ২৯ জুন প্রকাশিত প্রাথমিক খসড়ায় এসব বিধান না থাকলেও বিএনপিসহ কয়েকটি দলের সুপারিশে এআই ও সামাজিক যোগাযোগমাধ্যম–সংক্রান্ত বেশ কয়েকটি নতুন বিধান যুক্ত করা হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর