স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ ৯৪২ জন চিকিৎসককে জুনিয়র কনসালট্যান্ট পদে পদোন্নতি দিয়েছে।
এ–সংক্রান্ত একটি প্রজ্ঞাপন বৃহস্পতিবার (৭ আগস্ট) জারি করা হয়েছে, যা সই করেছেন স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব মুহাম্মদ আবদুর রউফ মিয়া।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশ অনুযায়ী বিসিএস স্বাস্থ্য ক্যাডারে কর্মরত কর্মকর্তাদের জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ষষ্ঠ গ্রেডে (বেতনক্রম ৩৫,৫০০-৬৭,০১০ টাকা) জুনিয়র কনসালট্যান্ট পদে পদোন্নতি প্রদান করা হয়েছে।
পদোন্নতি পাওয়া চিকিৎসকদের পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের পূর্বের কর্মস্থলেই (ইনসিটু) কাজ চালিয়ে যেতে হবে। পদোন্নতির আদেশে আরও বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী ১৩ আগস্টের মধ্যে স্বাস্থ্যসেবা বিভাগের পার-৩ শাখায় সরাসরি অথবা ই-মেইলে ([email protected]) যোগদানপত্র পাঠাতে হবে।
যেসব কর্মকর্তার কর্মস্থল ইতিমধ্যে পরিবর্তিত হয়েছে, তাদের বর্তমান দপ্তরের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত পদোন্নতিপ্রাপ্ত ইনসিটু কর্মকর্তারা বদলি বা নতুন করে পদায়নের জন্য বিবেচিত হবেন না। লিয়েন, প্রেষণ কিংবা শিক্ষা ছুটিতে থাকা কর্মকর্তাদের ক্ষেত্রে পদোন্নতি কার্যকর হবে সংশ্লিষ্ট ছুটি শেষে যোগদানের পর।
এ ছাড়া ভবিষ্যতে যদি কোনো কর্মকর্তার বিরুদ্ধে বিরূপ তথ্য পাওয়া যায়, তবে সংশ্লিষ্ট কর্মকর্তার পদোন্নতির আদেশ সংশোধন বা বাতিল করার অধিকার সংরক্ষণ করে কর্তৃপক্ষ।
এসআর
মন্তব্য করুন: